Cameron Russell: Looks aren't everything. Believe me, I'm a model.
ক্যামেরন রাসেল: আমি একজন মডেল হয়েও বলছি,বিশ্বাস করুন,বাহ্যিক রূপটাই সবকিছু নয়।
Cameron Russell has stomped the runways for Victoria's Secret and Chanel, and has appeared in many magazines. But she is much more than just a pretty face. Full bio
Double-click the English transcript below to play the video.
মডেলিংয়ের কাজ করছি।
দশ বছর।
একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন
আমি বাড়তি জামা এনেছি বদলানোর জন্য।
এর সাক্ষী হতে পারছেন।
অপ্রীতিকর লাগলে,
পরে আমি ট্যুইটারে দেখতে পাব।
আমি প্রায় নিশ্চিত
ভালো হয় আমি যদি এগুলো না পরি।
পরাটাই সবচেয়ে ঝামেলার
আমার দিকে তাকিয়ে হাসবেন,
কেউ কিছু করবেন না।
বাহ্যিক দিকটাই প্রকাশ করে।
তা আমি ছয় সেকেন্ডে বদলে দিয়েছি।
এই ছবিটায় যেমন দেখতে পাচ্ছেন,
কোনো প্রেমিক ছিলনা।
পিঠটা বাঁকা করতে
যে তামাটে ভাবটা হয়েছিল সেটা ঢেকে রাখতে,
নিজেরা তেমন কিছু করতে পারিনা,
আমরা কীরকম দেখতে
সাহসী হওয়া মানে সৎ হওয়া।
আমি এই মঞ্চে আসতে পেরেছি।
আমি একজন সুন্দর,ফর্সা চামড়ার মেয়ে,
যৌন আবেদনময়ী।
যেগুলো মানুষ আমাকে সবসময় জিজ্ঞেস করে,
আমি কীভাবে মডেলিংয়ে আসলাম?
"ওহ! আমাকে ওমনভাবেই তৈরি করা হয়েছিল,"
আসল সত্যিটা প্রকাশ পায়না।
কারণ
আমি একটা ঐতিহ্যের সুবিধাভোগী,
স্বাস্থ্য ও তারুণ্য
সেগুলোর ভিত্তিতে ব্যাখ্যা না করে
আমি সুবিধা পেয়েছি,
টাকা আয় করতে পারছি।
এমন ব্যক্তি আছেন
হয়তো বলতে চাচ্ছেন,
এরা?"
আপনাদের জানাশোনার প্রশংসা করছি,দারুণ!
আপনাদের জানাতে চাচ্ছি যে ২০০৭ সালে,
অতি উৎসাহী পিএইচডি ছাত্র
ভাড়া করা প্রত্যেক মডেলকে,
বা ৪ ভাগেরও কম।
জিজ্ঞেস করে তা হচ্ছে,
আমি এর দায়িত্বে নেই।"
ছোট মেয়েদের বলতে চাই তা হচ্ছে
তুমি তো যেকোন কিছুই হতে পারো।
তুমিই প্রথম হবে এরকম কেউ।"
তারা যেন বলতে চায়,
"তাহলে আমার বস হও।'
প্রধান সম্পাদকও হতে পারো
অথবা পরবর্তী স্টিভেন মাইসেল।
এটা বলার মানে হচ্ছে
এবং তাতে ভালোই হয়েছে,
ক্যারিয়ার গড়ার রাস্তা নয়।
তা আপনাদের দেখাব,
আলোটা ওইখানে,
"আমরা একটা হাঁটার দৃশ্য চাই,"
এই হাতটা পেছনে যাবে,এই হাতটা সামনে আসবে,
আর তুমি শুধু পেছন থেকে সামনে আসবে,
তোমার কাল্পনিক বন্ধুদের দিকে তাকাবে,
ওত অদ্ভুত দেখাবেনা।
সেখানে কী ঘটেছিল।
আপনি স্কুল শেষ করেছেন,
আপনি কয়েকটা চাকরি করেছেন,
বলতে পারবেন না।
আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান
"অন্তর্বাস মডেলিং:১০ বছর,"
"তারা কি সব ছবিই সম্পাদনা করে?"
তারা প্রায় সব ছবিই সম্পাদনা করে থাকেন,
এটা তার একটা ছোট্ট অংশ মাত্র।
বিকিনি পরেছিলাম,
চলে যাচ্ছি, কিন্তু আমি ছিলাম একজন তরুণী।
দাদীর সাথে আমাকে যেমন দেখাচ্ছিলো।
ফ্রেঞ্চ ভোগে ছবি দেয়ার কয়দিন আগে।
ভি ম্যাগাজিনে।
একদল পেশাদারদের দিয়ে,
মেকাপ আর্টিস্ট,ফটোগ্রাফার ও স্টাইলিস্টগণ
এবং প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশন,
আমাকে সবসময় জিজ্ঞেস করে,
যেগুলো আমি কখনো পরিনি,
বাস্তব জীবনে পাওয়া,
একটা দোকানে চলে গিয়েছিলাম
আমার এক বন্ধুর সাথে গাড়ি চালিয়েছিলাম
আর ও নিয়ম ভাঙ্গে এবং অতি অবশ্যই,
তারা আবার আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিল।
আমি দেখতে কেমন সেজন্যে,
লোক আছেন যারা ঝামেলায় পড়েন
তারা কারা এইজন্যে না।
তল্লাশি করা হয়েছিল,
আর তাদের বেশিরভাগই ছিলো তরুণ,
কালো এবং ল্যাটিনো তরুণ থাকে,
এটা কোন প্রশ্ন নয়,
কখন আমাকে আটকানো হবে?'
১৩ বছর বয়সী মেয়েদের
সংখ্যাটা ৭৮% হয়ে যায়।
আমাকে জিজ্ঞেস করে,
তারা যে উত্তরটা খোঁজে তা হলো,
আর তোমার যদি উজ্জ্বল চুল থাকে,
আর
সাথে কাজ করাটা আসলেই দারুণ।"
কিন্তু এটা মুদ্রার মাত্র একটা পিঠ,
আমরা ক্যামেরার সামনে কখনোই বলিনা,
প্রত্যহ ভাবতে হয় আমাকে কেমন দেখাচ্ছে।
থাকে,আমি কি আরো সুখী হব?"
চুল,আর সবচেয়ে দারুণ জামা আছে,
অনিরাপদবোধকারী নারী।
খুবই কঠিন,
এটা বলা যে,
কারণ সবই আমার পক্ষে ছিল,"
একটা ঐতিহ্যকে সবার সামনে প্রকাশ করা
সবচেয়ে বড় সুবিধাভোগী।
এখানে আসতে পেরে
এখানে আসতে পারাটা দারুণ ব্যাপার
আরো কিছু এজেন্সি যোগ হওয়ার আগেই,
কীভাবে আমি আমার প্রথম কাজ পেলাম,
সেটাও হয়তো বলতাম না,
বেশ গুরুত্বপূর্ণ।
আমরা মেনে নিতে পারব যে,
ছবির ভূমিকা অনস্বীকার্য।
ABOUT THE SPEAKER
Cameron Russell - ModelCameron Russell has stomped the runways for Victoria's Secret and Chanel, and has appeared in many magazines. But she is much more than just a pretty face.
Why you should listen
Cameron Russell has spent the last decade modeling. A Victoria's Secret favorite, she has appeared in multiple international editions of Vogue as well as in ads for brands like Ralph Lauren and Benetton. But she feels at her core that image isn't everything.
Cameron runs the blog ArtRoots.info, which is dedicated to covering grassroots public art and political power. She also experiments with creating street art herself. In addition, Cameron is the director of The Big Bad Lab, which creates participatory art that aims to include people in radical demonstrations of positive social change.
She's a co-founder of the new web-based magazine Interrupt, about women, identity, the internet and taking action. Read an update on her work in the New York Times >>
Cameron Russell | Speaker | TED.com