Michael Rubinstein: See invisible motion, hear silent sounds
মাইকেল রুবিনস্টেইন: অদৃশ্য নড়াচড়া দর্শন, নিঃশব্দকে শব্দাকারে শ্রবণ। ক্ষ্যাপামি? পিলে-চমকানো? আমরা ঠিক জানিনা
Computer scientist Michael Rubinstein and his team have developed a "motion microscope" that can show video footage of barely perceivable movements, like breaths and heartbeats. Full bio
Double-click the English transcript below to play the video.
microscopes have revolutionized our world.
আমাদের জগতে বিপ্লব ঘটিয়ে দিয়েছে।
of objects, life and structures
জগতটাকে আমাদের সামনে উন্মোচিত করেছে
to see with our naked eyes.
to science and technology.
to a new type of microscope,
আপনাদের কাছে পেশ করতে চাই,
like a regular microscope
আলোকবিদ্যা ব্যবহার করে না
and image processing
এবং ইমেজ প্রসেসিং ব্যবহার করে
and color changes in objects and people,
রং এর হেরফেরকে আমাদের সামনে তুলে ধরে,
for us to see with our naked eyes.
in a completely new way.
নতুন ভাবে জগতকে দেখতে দেয়।
changes its color very slightly
এর সামান্য পরিবর্তন হয়
look at other people,
sitting next to you,
or their face changing color.
পরিবর্তনটা আপনি দেখতে পাবেন না।
it appears to us like a static picture,
এটাকে একটি স্থির চিত্র বলে মনে হবে,
through our new, special microscope,
বিশেষ দূরবীক্ষণ দিয়ে দেখি,
a completely different image.
সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাই।
in the color of Steve's skin,
স্টিভের চামড়ার রঙের সূক্ষ্ম পরিবর্তন,
so that they become visible.
১০০ গুন বিবর্ধিত করা হয়েছে।
নাড়ীর স্পন্দন দেখতে পাচ্ছি।
Steve's heart is beating,
তা আমরা দেখতে পাচ্ছি।
that the blood flows in his face.
সঞ্চালনের প্রকৃত চিত্রটাও দেখতে পাচ্ছি।
to visualize the pulse,
দৃশ্যমান করার জন্য নয়,
recover our heart rates,
অনুধাবন করার জন্যেও করি,
and without touching the patients.
করতে পারি এবং রোগীর শরীর স্পর্শ না করেই।
we extracted from a neonatal baby
নবজাতকের হৃদস্পন্দনের হার বের করেছি
with a regular DSLR camera,
ক্যামেরায় তোলা ভিডিও থেকে
with a standard monitor in a hospital.
পরিমাপের মত একই মাত্রায় নিখুঁত।
a video we recorded.
ভিডিও না হলেও চলবে
with other videos as well.
এই কাজটি করতে পারি
from "Batman Begins" here
ছবিটা থেকে একটি ক্লিপ নিয়েছি,
নাড়ীর স্পন্দন দেখাতে।
he's wearing makeup,
we're able to extract his pulse
তাঁর নাড়ীর স্পন্দন বের করেছি
in the light that are recorded
বিশ্লেষণ করছি এই ধারণকৃত
so that we can see them.
আমরা বড় করেছি,
are extremely subtle,
কারবার, সেগুলো খুবই সূক্ষ্ম,
when you try to separate them
যখন এদেরকে আলাদা করবেন,
এই গোলমালের ভ্রান্তি থেকে।
image processing techniques
ইমেজ-প্রোসেসিং কৌশল ব্যবহার করেছি,
of the color at each pixel in the video,
ভিডিওটির প্রতিটি পিক্সেলের রং এর,
changes over time,
গুলোকে বহুগুণে পরিবর্ধিত করি।
of enhanced videos, or magnified videos,
করার জন্য আমরা এগুলোকে আরও বড় করে তুলি,
not just to show tiny changes in color,
সূক্ষ্ম তারতম্য দেখানোই নয়,
that gets recorded in our cameras
ক্যামেরায় ধারণকৃত আলোকরশ্মি
of the object changes,
ফলে পরিবর্তিত হয়, এমনটি নয়,
when she was about two months old.
যখন তার বয়স প্রায় দুই মাস।
about three years ago.
এই ভিডিওটি ধারন করেছিলাম।
to make sure our babies are healthy,
আমাদের বাচ্চারা সুস্থ্য থাকুক,
that they're alive, of course.
তাঁরা জীবিত, অবশ্যই।
বেবি-মনিটর জোগাড় করেছিলাম,
when she was asleep.
with a standard baby monitor.
দেখতে পাবেন সেটি মোটামুটি এরকম।
there's not too much information there.
এখানে খুব বেশী কোন বার্তা পাওয়া যাচ্ছে না।
or more informative, or more useful,
হতো, কিংবা আরও উপকারী হতো,
at the view like this.
ওভাবে না দেখে এভাবে দেখতাম?
and I magnified them 30 times,
নিলাম এবং ৩০ গুন বিবর্ধিত করলাম,
daughter was indeed alive and breathing.
নিশ্চিতভাবেই জীবিত এবং শ্বাস-প্রশ্বাস নিচ্ছে।
in the original video,
the breathing becomes much more visible.
তার নিশ্বাস-প্রশ্বাস অনেক বেশী দৃশ্যমান হয়।
a lot of phenomena
with our new motion microscope.
যন্ত্র দিয়ে দৃশ্যমান ও বিবর্ধিত করতে পারি।
are pulsing in our bodies.
কিভাবে স্পন্দিত হচ্ছে তা দেখতে পারছি।
are constantly moving
আমাদের চোখ ক্রমাগত নড়ছে
right after my daughter was born,
জন্মের অব্যবহিত পরে ধারনকৃত,
too much sleep. (Laughter)
(হাসির রোল)
we can extract
small facial expressions.
মুখের সামান্য অভিব্যাক্তি সম্পর্কে।
our thoughts or our emotions.
mechanical movements,
and diagnose machinery problems,
করতে ইঞ্জিনিয়ারদেরকে সাহায্য করবে,
sway in the wind and react to forces.
ও বল প্রয়োগে কি প্রতিক্রিয়া করে তা দেখাবে।
knows how to measure in various ways,
পদ্ধতি মানব সমাজের জানা আছে,
motions as they happen
this new technology,
others could use and experiment with it.
যেন অন্যরা এটি ব্যবহার ও পরীক্ষা করতে পারে।
even created this nice website
এই দারুন ওয়েব সাইটটি বানিয়েছেন
and process them online,
করে অনলাইনেই প্রসেস করতে পারবেন
in computer science or programming,
প্রোগ্রামিং এর কোন অভিজ্ঞতা না থাকলেও
with this new microscope.
পরীক্ষা-নিরিক্ষা করতে পারবেন
just a couple of examples
গোটা দুই উদাহরন দেখাতে চাই,
a YouTube user called Tamez85.
ব্যবহারকারী এই ভিডিওটা বানিয়েছেন।
movements during pregnancy.
pulsing veins in their hands.
বিবর্ধিত করার জন্য এটা ব্যবহার করেছে
unless you use guinea pigs,
করা পর্যন্ত এটাকে চোস্ত বিজ্ঞান বলা যাবে না,
is called Tiffany,
it is the first rodent on Earth
এটি বিশ্বের প্রথম ইঁদুর গোত্রীয় প্রাণী
এরকম শিল্পকর্ম বানাতে পারবেন
by a design student at Yale.
এই ভিডিওটি আমার কাছে পাঠিয়েছে।
if there's any difference
and then magnified their motions.
তাদের নড়াচড়াকে বিবর্ধিত করল
still pictures come to life.
all those examples
a new way to look at the world,
জগতকে দেখার একটি নতুন উপায়,
new and creative ways of using it.
নতুন ও অভিনব সব উপায় খুঁজে বের করল।
to look at the world in a new way,
we can do with our cameras.
কর্মকাণ্ডের পরিধি অনেকগুন বাড়িয়ে দেয়।
produce tiny motions
our cameras to measure?
that we focused on recently is sound.
সম্প্রতি আমাদের মনোযোগ কেন্দ্রিভুত হয়েছে।
is basically changes
travel through the air.
and they create small vibrations in them,
সেই বস্তুটিতে সূক্ষ্ম কম্পন তৈরি হয়,
and how we record sound.
এবং রেকর্ড করতে পারি।
also produces visual motions.
that are not visible to us
with the right processing.
এই নড়াচড়া দেখতে পায়।
my great singing skills.
সংগীত প্রতিভার প্রমান দিচ্ছি।
of my throat while I was humming.
একটি হাই-স্পীড ভিডিও ধারন করলাম।
you'll be able to see,
we can see all the motions and ripples
তখন সব নড়াচড়া ও কম্পন দৃশ্যমান হয়ে যায়,
in producing the sound.
can break a wine glass
কাঁচের পানপাত্র ভাঙতে সক্ষম,
frequency of that glass
and magnify the motions 250 times,
কম্পনের মাত্রা ২৫০ গুন বিবর্ধিত করলাম,
how the glass vibrates
খুব পরিস্কার ভাবেই দেখতে পাচ্ছি
সেটির অনুরণন ও দেখতে পাচ্ছি।
to seeing every day.
It gave us this crazy idea.
এটি আমাদেরকে এই ক্ষ্যাপাটে বুদ্ধিটা দিয়েছে।
and recover sound from video
পারি এবং ভিডিও দেখে শব্দ উদ্ধার করতে পারি,
that sound waves create in objects,
সূক্ষ্ম সেই সব কম্পন বিশ্লেষণ করে?
back into the sounds that produced them.
হয়েছিল সেই শব্দেই পুন-রূপান্তর করতে পারি?
everyday objects into microphones.
এক একটা মাইক্রোফোনে পরিনত করতে পারি।
that was lying on a table,
চিপসের একটি খালি প্যাকেট পরে আছে,
bag of chips into a microphone
মাইক্রোফোনে পরিনত করতে যাচ্ছি,
that sound waves create in it.
সূক্ষ্ম নড়াচড়াকে বিশ্লেষণ করে।
that we played in the room.
এই ঘরের ভিতরে বাজিয়েছিলাম,
we recorded of that bag of chips.
ধারণকৃত হাইস্পিড ভিডিও।
to see anything going on in that video
আপনার তা দেখার কোন সম্ভাবনাই নেই,
to recover just by analyzing
from video signals.
শব্দ সংকেত বের করে আনি।
of the scale of the motions here,
মাত্রা সম্পর্কে একটু ধারনা দিচ্ছি,
of chips to move less than a micrometer.
প্যাকেটটি এক মাইক্রোমিটারের কম নড়বে,
that we are now able to pull out
আমরা এখন ধরতে সক্ষম হচ্ছি,
bounces off objects
প্রতিফলিত হচ্ছে, কেবলমাত্র তা পর্যবেক্ষন
from other objects, like plants.
পুনরুদ্ধার করতে পারি, যেমন গাছ।
whose fleece was white as snow,
হুজ ফ্লীচ ওয়াজ হোয়াইট এজ স্নোও
that lamb was sure to go.
দ্যাট ল্যাম্ব ওয়াজ শিওর টু গোও।
that speech again recovered
of that same bag of chips.
whose fleece was white as snow,
হুজ ফ্লীচ ওয়াজ হোয়াইট এজ স্নোও
that lamb was sure to go.
দ্যাট ল্যাম্ব ওয়াজ শিওর টু গোও।
ল্যাম্ব" ব্যবহার করেছি
the first words
into his phonograph in 1877.
ফনোগ্রাফ যন্ত্রে ধারন করেছিলেন।
recording devices in history.
শব্দ ধারন যন্ত্রগুলির একটি।
onto a diaphragm
ডায়াফ্রাম এর দিকে ধাবিত করতো,
engraved the sound on tinfoil
replaying sound with Edison's phonograph.
এবং সেটিকে পুনরায় বাজানোর প্রদর্শনী হচ্ছে।
testing, one two three.
whose fleece was white as snow,
হুজ ফ্লীচ ওয়াজ হোয়াইট এজ স্নোও
the lamb was sure to go.
দ্যাট ল্যাম্ব ওয়াজ শিওর টু গোও।
whose fleece was white as snow,
হুজ ফ্লীচ ওয়াজ হোয়াইট এজ স্নোও
the lamb was sure to go.
দ্যাট ল্যাম্ব ওয়াজ শিওর টু গোও।
in pretty much similar quality
vibrate to sound with cameras,
কম্পনকে ক্যামেরার সাহায্যে পর্যবেক্ষন করে,
behind soundproof glass.
শব্দ নিরোধক কাঁচের দেয়ালের ওপাশে।
able to recover in that case.
পুনরুদ্ধার করতে পেরেছি তা হল,
whose fleece was white as snow,
হুজ ফ্লীচ ওয়াজ হোয়াইট এজ স্নোও
the lamb was sure to go.
দ্যাট ল্যাম্ব ওয়াজ শিওর টু গোও।
the first application that comes to mind.
দিকটি ই সবার আগে আমাদের মনে উঁকি দিয়েছে।
for other things as well.
to use it, for example,
ব্যবহার করতে পারবো, যেমন ধরুন,
পুনরুদ্ধার করতে পারবো,
in space, but light can.
যেতে পারে না, কিন্তু আলো যেতে পারে।
for this new technology.
that we know are there
যে গুলো আমাদের জানা
to see with our own eyes until now.
আমাদের চোখে দেখতে পারিনি।
is a result of a collaboration
দেখালাম তা সবই এঁদের সহযোগিতার ফল,
of people you see here,
to check out our website,
this world of tiny motions.
নড়াচড়ার জগতটাকে উন্মোচন করুন।
ABOUT THE SPEAKER
Michael Rubinstein - Research scientist, GoogleComputer scientist Michael Rubinstein and his team have developed a "motion microscope" that can show video footage of barely perceivable movements, like breaths and heartbeats.
Why you should listen
Michael Rubinstein zooms in on what we can't see and mangnifies it by thirty or a hundred times. His "motion microscope," developed at MIT with Microsoft and Quanta Research, picks up on subtle motion and color changes in videos and blows them up for the naked eye to see. The result: fun, cool, creepy videos.
Rubinstein is a research scientist at a new Cambridge-based Google lab for computer vision research. He has a PhD in computer science and electrical engineering from MIT.
Michael Rubinstein | Speaker | TED.com