Emilie Wapnick: Why some of us don't have one true calling
এমিলি ওয়াপনিক: কেন আমরা কিছু মানুষ কেবল একটি প্রকৃত লক্ষ্যের পিছনে ছুটি না
Career coach Emilie Wapnick celebrates the "multipotentialite" -- those of us with many interests, many jobs over a lifetime, and many interlocking potentials. Full bio
Double-click the English transcript below to play the video.
been asked the question
সম্মুখীন হয়ে থাকেন-
when you were first asked this question?
বয়স কতো ছিল তাহলে কি বলবেন?
been able to answer the question
এই প্রশ্নের উত্তর দিতে পারিনি
that I didn't have any interests --
কোন কিছুতে আগ্রহ ছিল না।
and math and art and I built websites
পছন্দ করতাম এবং আমি ওয়েবসাইটও বানাতাম।
called Frustrated Telephone Operator.
পাঙ্ক ব্যান্ডের হয়ে আমি গিটার বাজাতাম।
to notice this pattern in myself
একটি বৈশিষ্ট্য খেয়াল করা শুরু করি যে
একদম একাত্ম হয়ে যেতাম,
at whatever it was,
তা আমি রপ্ত করে ফেলতাম।
where I'd start to get bored.
যখন বিষয়টা খুব একঘেয়েমি লাগতো।
and persist anyway,
সেটাতে লেগে থাকার চেষ্টা করতাম,
so much time and energy
বেশী সময় এবং শক্তি
ক্ষেত্রটাতে দিয়ে ফেলেছি।
this isn't challenging anymore --
এটা আর প্রতিযোগীতামূলক বলে মনে হচ্ছে না--
in something else,
বিষয়ে কৌতুহলী হয়ে উঠতাম,
and I would dive into that,
কোন কিছু, এরপর তাতে ডুব দিতাম।
and I'd be like, "Yes! I found my thing,"
"আহা! আমার পছন্দের বিষয় খুঁজে পেয়েছি"
where I'd start to get bored.
যখন আবার আমার একঘেয়ে লাগা শুরু হতো।
something new and totally different,
ভিন্ন আরেকটা জিনিস আবিষ্কার করতাম।
কারণ হয়ে দাঁড়িয়েছিল,
any of this into a career.
শেষ পর্যন্ত পেশা হিসেবে বেছে নিবো।
have to pick one thing,
কিছু একটা বেছে নিতেই হবে,
ত্যাগ করতে হবে।
so much anxiety
was something wrong with this,
কিছু একটা গোলমাল আছে,
for being unable to stick with anything.
থাকতে পারি না, এটা আমার সমস্যাই বটে।
আমি প্রতিশ্রুতি দিতে ভয় পাই,
or that I was self-sabotaging,
কিংবা আমার আত্ম-বিনষ্টকারী বৈশিষ্ট্য কিংবা
and to these feelings,
অনুভূতিগুলোকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে,
নিজেদের একটি প্রশ্ন করতে,
করতে পারলে ভালো হতো।
the meaning of wrong or abnormal
হিসেবে চিহ্নিত করা শিখেছেন কোথা থেকে?
"What do you want to be when you grow up?"
"বড় হয়ে কি হতে চাও?"
what you say when you're that age.
বললেন সেটা আসলে কেউ গুরুত্বও দেয় না।
to elicit cute replies,
কিছু উত্তর পাওয়া যায়,
or "I want to be a ballerina,"
কিংবা "আমি একজন ব্যালে নাচিয়ে হতে চাই"
again and again as we get older
হতেই থাকি, যতোই আমরা বড় হতে থাকি;
high school students might get asked
হাইস্কুলের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করা হয়
to pick in college.
the cute exercise it once was
রাতে ঘুমাতে দেয় না।
to dream about what they could be,
কি হবে সেই স্বপ্ন দেখতে উৎসাহিত করে,
about all that they could be.
সেই স্বপ্ন দেখতে উৎসাহ দেয় না।
what you want to be,
তুমি কি হবে?
will likely chuckle and be like,
পারেন এবং বলতে পারেন-
a violin maker and a psychologist.
নির্মাতা এবং মনোবিজ্ঞানী হতে পারবে না।
এবং সাইকোথেরাপিস্ট।
turned illustrator, entrepreneur,
সম্পাদক থেকে পরে অঙ্কনশিল্পী, উদ্যোক্তা,
about people like this.
মানুষদের সম্পর্কে জানেই না।
or the one true calling,
বা বলা যায় সেই একটি মাত্র প্রকৃত লক্ষ্য,
একটা মাত্র গুরুদায়িত্ব আছে
during our time on this earth,
পৃথিবীতে আমাদের জীবদ্দশায়,
what that thing is
who isn't wired this way?
subjects that you're curious about,
বিষয়ে আগ্রহী হয়ে থাকেন?
like you in this framework.
একজনের কোন জায়গা নেই।
have a purpose.
আপনার কোন লক্ষ্য নেই।
there's something wrong with you.
নিজেরই কোন সমস্যা আছে।
বা "বহু গুণে গুণান্বিত একজন"।
with many interests and creative pursuits.
এবং সৃজনশীল সাধনা সমৃদ্ধ একজন মানুষ।
into three parts:
বোধ হয় একটু সুবিধা হবেঃ
that connote the same idea,
কোন একটাও ব্যবহার করতে পারেন।
to be well-versed in multiple disciplines.
আদর্শ হিসেবে ধরা হতো।
করেন "স্ক্যানারস" বলে।
or invent your own.
অথবা নিজেই একটা নাম বানিয়ে নিন।
that as a community,
ভাগ হয় যাওয়ার মত মনে হচ্ছে,
হবে তা মানতেও রাজি না।
বহুক্ষেত্রে যে সম্ভাবনা আছে
that you need to overcome.
যা থেকে আপনাকে নিস্তার পেতে হবে।
through speaking with people
ideas on my website,
আমার ওয়েবসাইটে লিখে,
strengths to being this way.
প্রচন্ড কিছু শক্তিমত্তার দরকার হয়।
at the intersection.
from their shared interests
আগ্রহের বিষয়বস্তুগুলো ছিল-
travel, mathematics and design,
ভ্রমণ, গণিত এবং নকশা,
custom geographically-inspired jewelry.
অনুযায়ী অলংকার তৈরির একটি প্রতিষ্ঠান।
with this unique idea
বুদ্ধি বের করতে পারলেন
mix of skills and experiences.
অভিজ্ঞতার অসাধারণ সমন্বয়ের কারণেই।
with all of their backgrounds,
সকল ক্ষেত্র ও প্রেক্ষাপট সাথে নিয়েই,
points of intersection.
বৃহৎ শক্তিমত্তা হচ্ছে-
become interested in something,
কোন কিছুতে আগ্রহী হয়ে ওঠে,
we can get our hands on.
তার সবই পর্যবেক্ষণ করি।
so many times in the past,
বহুক্ষেত্রে শিক্ষানবিশ হয়েছিলাম,
of trying new things
নতুন কোন কিছু চেষ্টা করে দেখতে এবং
থেকে বের হয়ে আসতে।
are transferable across disciplines,
থেকে আরেক বিষয়ে স্থানান্তর করা যায়,
to every new area we pursue,
নতুন শেখার ক্ষেত্রটাতে কাজে লাগাতে পারি।
শূন্য থেকে শুরু করি না।
and freelance writer.
এবং ফ্রিল্যান্স (মুক্তপেশা) লেখিকা।
she honed an incredible ability
তার একটা অবিশ্বাস্য দক্ষতা ছিল,
সবচেয়ে দ্রুতগতির মুদ্রাক্ষরিক।
Nora was a financial planner.
একজন আর্থিক পরিকল্পনাকারী।
the finer mechanics of sales
বিষয়গুলিও শিখতে হয়েছে
write compelling pitches to editors.
আকর্ষণকারী দরখাস্ত লিখতে সাহায্য করে।
to pursue something you're drawn to,
আসলে কোনভাবেই সময়ের অপচয় নয়,
in a different field entirely,
একটা ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন,
have anticipated.
হয়তো ভাবতেও পারেননি।
into whatever you need to be
রুপান্তরিত হতে পারার ক্ষমতা,
sometimes a web designer,
আবার কখনো একজন ওয়েব ডিজাইনার,
sometimes a teacher,
আবার কখনো একজন শিক্ষক,
তিনি ভালো কাজ করেন।
because he can take on various roles,
বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে পারেন,
identified adaptability
খাওয়ানোর দক্ষতাকে চিহ্নিত করেছে
to develop in order to thrive
গুরুত্বপূর্ণ যে দক্ষতা অর্জন করতে হবে
so quickly and unpredictably
অনিশ্চিতভাবে পরিবর্তিত হচ্ছে যে,
and organizations that can pivot
পরিবর্তনশীলভাবে খাপ খাইয়ে নিতে হবে
that are really going to thrive.
and adaptability:
খাপ খাওয়াতে পারাঃ
are very adept at,
মানুষেরা খুবই পারদর্শী হয়ে থাকে,
if pressured to narrow their focus.
যদি তাদের লক্ষ্য সীমাবদ্ধ করে দেয়া হয়।
in encouraging multipotentialites
এদের অনুপ্রাণিত করার মাধ্যমে
problems in the world right now,
জটিল ও বহুমুখী সমস্যা আছে।
out-of-the-box thinkers to tackle them.
সৃষ্টিশীল এবং চিন্তাশীল মানুষ দরকার।
in your heart, a specialist.
একজন বিশেষজ্ঞ ধরনের মানুষ।
you wanted to be a pediatric neurosurgeon.
আপনি একজন শিশু বিষয়ক নিউরোসার্জন হতে চান।
wrong with you, either.
are comprised of a specialist
and implement ideas,
ধারণা বাস্তবায়িত করতে পারে,
a breadth of knowledge to the project.
মধ্যে ভিন্নমুখী জ্ঞানের ঔদার্য নিয়ে আসে।
lives and careers
পেশাজীবনকে ঢেলে সাজানো উচিৎ
are largely being encouraged
বেশিরভাগ ক্ষেত্রেই অনুপ্রাণিত করা হয়
like their specialist peers.
সঙ্গীদের মতো একমুখী হওয়ার জন্য।
you take away from this talk,
একটি জিনিস নিয়ে যান,
whatever that may be.
সেটা যাই হোক না কেন।
মাল্টিপটেনশিওলাইটদের উদ্দেশ্যে,
who may have just realized
down those rabbit holes.
to a happier, more authentic life.
আরো সুখী, নির্ভেজাল জীবনযাপন করতে পারবো।
পৃথিবীর দরকার আমাদেরকে।
ABOUT THE SPEAKER
Emilie Wapnick - Writer, coach, artist ...Career coach Emilie Wapnick celebrates the "multipotentialite" -- those of us with many interests, many jobs over a lifetime, and many interlocking potentials.
Why you should listen
Emilie Wapnick has been a musician/songwriter, a web designer, filmmaker, writer, law student and entrepreneur. "This is how I’ve always lived," she writes, "moving from interest to interest, building on my skills in different areas, and synthesizing the knowledge I acquire along the way."
As a career and life coach, she helps other people with wide and varied interests understand and appreciate who they are, in a society that asks us to pick a lane and stay in it. Her work with "multipotentialites" has resulted in the book Renaissance Business and the interesting website Puttylike.
Wapnick's new book, How to Be Everything: A Guide for Those Who (Still) Don't Know What They Want to Be When They Grow Up, is due out in May 2017.
Emilie Wapnick | Speaker | TED.com