Mac Barnett: Why a good book is a secret door
Mac Barnett is a bestselling author of books for children. Full bio
Double-click the English transcript below to play the video.
যা আমাদেরকে সত্য অনুধাবন করায়
given us to understand.
truthfulness of his lies."
সত্যতা প্রমাণ করা যায়
এই পেঁচানো কথাগুলোর জট ছাড়াবো?
Let's do a Venn diagram.
(হাসি)
(Laughter)
সেটাই শিল্প।
তা হচ্ছে,
সামার ক্যাম্পের উপদেষ্টা ছিলাম।
খেলাধুলা বিষয়ক সামার ক্যাম্প।
sports, and neither can I.
এবং আমিও পারি না।
বল ড্রিবল করে, এবং ক্লান্ত হয়ে যায়
ইংল্যান্ডের রানীর জন্য গোয়েন্দাগিরি করতাম
spy for the Queen of England.
ইংল্যান্ডের রানীর জন্য গোয়েন্দাগিরি করে।"
অপরিচিত কেউ আমাকে এই কথাটা জিজ্ঞেস করবে
তুমি যা পাবে তা হল চার বছর বয়সীদের।
me — I'll never forget this —
--আমি এটা কখনই ভুলবো না--
named Riley. She was tiny,
সে অনেক ছোট।
out her lunch every day
বাইরে নিয়ে আসতো
তার মা তাকে প্রতিদিন একটা করে বাঙ্গি দিতো,
এবং আমি তাকে বলতাম, "রাইলি,
have to eat the fruit."
তোমাকে ফল খেতে হবে।"
you throw the fruit in the ivy,
জায়গাটা বাঙ্গি দিয়ে ভরে যাবে।"
being a nutritionist for children.
তাদের পুষ্টিবিদ হওয়ার বদলে।
there and see what you've done."
একবার দেখে আসছো না তুমি কি করেছ।"
-- (হাসি)--
the ivy, and then her eyes
এবং তার চোখগুলো
there and rushed around her,
এবং টার চারপাশে জড় হল
ruins nature when you do this."
তুমি যখন এটা করো তখন এটা পরিবেশ নষ্ট করে।
সারাক্ষণ বহন করে বেড়ালো,
grow a melon in seven days,
একটা ফুটি চাষ করেনি।
যেখানে শুধু বাচ্চারাই যেতে পারে।
এবং শিল্প আমাদেরকে সে জায়গায় নিতে পারে।
অথবা সাহিত্য।
willing suspension of disbelief
ইচ্ছাকৃত দোদুল্যমান অবিশ্বাস
story, no matter how strange,
যতই আজব হোক,
এবং আমরা সেখানেই যাই যখন আমরা পড়ি।
নিতে এবং "ইলুসিয়াস" এ হওয়া সবকিছু দেখতে
that happened in "Ulysses,"
বেকার স্ট্রীট দেখতে যাবে
actually had that address.
যেটার কখনি এই ঠিকানাটা ছিল না।
বড়দের থেকে অনেক সহজে যেতে পারে,
আমি বাচ্চাদের জন্য লিখতে ভালবাসি।
গল্পের জন্য পাগল ছিলাম,
and go through to a magical land.
এবং এর ভিতর দিয়ে কোন জাদুর দেশে চলে যাবে।
গোপন দরজা আসলেও আছে
যেতে আমি চাইতাম ঐ কল্পনার দেশে বাস করতে,যা
that fictional world, which is —
(Laughter)
(হাসি)
ভেতর দিয়ে চলে যেতাম,
I think my mom should know about.
যেটা আমার মনে হয় আমার মায়ের জানা উচিত ছিল।
সব বলে দিতে আনন্দ পেতাম।
নামের একটা প্রকাশনা সংস্থার সদর দফতর ছিল
was a publishing company
৮২৬ ভ্যালেন্সিয়া,
not going to give us a variance,
তারা আমাদের ব্যতিক্রম কিছু করতে দেবে না,
it, a writer named Dave Eggers,
উনার নাম ছিল ডেভ এগারস
with code, he said, "Fine,
উনি বললেন,"ঠিক আছে,
দোকান বানাবো।"
এটা পুরোটা কাঠের তৈরি।
প্যাস্টেল।
মোকাবেলা করতে চাও তার ভিত্তিতে।
টিউটরিং সেন্টারের জন্য ভাড়াও পরিশোধ করে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল,
fictional space like this to go do your writing,
কল্পনার দেশে যেতে হবে তোমার লেখাও জন্য,
তার উপর প্রভাব ফেলবে।
যার মধ্য দিয়ে তুমি যেতে পারো।
একো পার্ক টাইম ট্রাভেল মার্ট।
you are, we're already then."
আমরা তখন আগে থেকেই আছি।"
আপনাকে সাহায্য করার জন্য। তারা সকল যুগের।
আমাদের দেয়া পদবি দিয়ে উঠে এসেছে।
ক্যানোপিক জার তোমার অঙ্গের জন্য,
(Laughter)
(হাসি)
we didn't know what to do.
আমরা জানতাম না আমাদের কি করতে হবে।
গতকাল আসুন।"লেখাটা এর উপর দিয়ে দিলাম।
(Laughter)
ভালো কৌতুকে পরিণত হল।
ওখানে এভাবেই রেখে দিলাম।
weigh, like, seven pounds each.
৭ পাউন্ডের মত।
comes in lots of great scents:
যেটা অনেকগুলো সুন্দর গন্ধে পাওয়া যায়;
only find on the battlefield,
তোমার হাতের নিচে নয়। (হাসি)
(Laughter)
অনুভূতি,যেটা আমরা কখনো আশাও করিনি। (হাসি)
"শুধু কর্মীদের জন্য"লেখা দরজা দিয়ে ঢুকে
that says "Employees Only"
এবং এটা একটা বই প্রকাশের অনুষ্ঠান
যেটা কেবল বাচ্চাদের লেখা দিয়েই তৈরি
আমরা বই প্রকাশের অনুষ্ঠান করি,
তাদের অভিভাবকদের পড়ে শোনায়
কোন অদ্ভুত জায়গা মনে হয়,
এটা কল্পনার একটি ছোট অংশ
ত্রিমাত্রিক রূপ হিসেবে চিন্তা করি।
এগুলো কেবল মঞ্চের অংশ।"
উপন্যাসের কৃত্রিমতার পুরোভূমি
গোপন দরজা হোক যা খুলে যায়
আমার বইয়ে রাখার চেষ্টা করি।
and his Blue Whale Problem."
তার নীল তিমি সমস্যা।"
একটা নীল তিমি পায়।
ফেডআপ দিয়ে পাঠিয়ে দেয়া হয়।
self-addressed stamped envelope
স্ট্যাম্প লাগানো একটা খাম পাঠিয়ে দিলেই
"প্রিয় কর্মচারিগণ,
তোমরা একটা নীল তিমি পাঠাতে পারবে না।
from a Norwegian law firm —
একটা নরওয়েজিয়ান আইন সংস্থা থেকে -
পরিবর্তন আসার কারণে,
খাবার নিয়ে কথা বলতে থাকে।এগুলো অবান্তর।
a little while. It digresses.
শোনার জন্য খুবই আগ্রহী।
তোমার বার্তা রেখে যেতে পারো,
বার্তা পাঠাতে যাবে,
তারপর একটা বিপ,
যোগাযোগকরা বাচ্চাদের একজন,
কিছু বার্তা শোনাই।
আমি তোমার সাথে কথা বলছি,
তোমার সাথে আবার কথা বলবো।বিদায়।
ঘন্টাখানেক পড়ে। (হাসি)
বার্তাগুলোর মধ্যে আরেকটা।
আমি নিকো বলছি।
শনিবার এবং রবিবার,
আমি কল্পনা করি তুমি এখন কি করছো,
he likes a little bit less —
more message from Nico.
আর একটা বার্তা শোনাবো।
কথা বলিনি বলে দুঃখিত।
ফোনটা ধরিয়ে দেয়,
অনেক ভালো ব্যবহার করে।
আমি আশা করতে পারি।
তাদের যে কেউ
নিকোর মত বাচ্চারাই সেরা পাঠক,
ABOUT THE SPEAKER
Mac Barnett - Children's book authorMac Barnett is a bestselling author of books for children.
Why you should listen
Mac Barnett is the author of fifteen books for children. He was the executive director of 826LA, a nonprofit writing center, and founded the Echo Park Time Travel Mart, a convenience store for time travelers. In this talk about creativity and wonder, he explains why kids are the ideal readers of literary fiction -- and what adults can learn from them about imagination and the willing suspension of disbelief.
Mac Barnett | Speaker | TED.com