Kelly McGonigal: How to make stress your friend
কেলি ম্যাকগোনিয়াল: চাপকে যেভাবে বন্ধুতে পরিণত করবেন
Kelly McGonigal translates academic research into practical strategies for health, happiness and personal success. Full bio
Double-click the English transcript below to play the video.
ছোট্ট একটা স্বীকারোক্তি দিবেন।
আচ্ছা, আপনারা সবাই হাত তুলে সাঁয় দিবেন।
চাপের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন?
দিয়ে কারা কারা গেছেন?
চাপের ভিতর দিয়ে গেছেন?
আরো সুখী এবং আরো স্বাস্থ্যবান করে তোলা।
একটা বিষয় আমি মানুষকে শিখাচ্ছি
যা ভালোর চেয়ে খারাপই বেশি করছে,
চাপ আপনাকে অসুস্থ করে তোলে।
সাধারণ ঠান্ডা থেকে শুরু করে
শত্রুতে পরিণত করেছি।
দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি,
পরিবর্তন আনতে চাই।
যা আমাকে অনুপ্রাণিত করেছে,
পুনর্মূল্যায়ণ করতে।
৩০,০০০ প্রাপ্তবয়স্ক মানুষকে অনুসরণ করেছে।
করার মধ্য দিয়ে, এভাবে-
অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন?"
জন্য ক্ষতিকর বলে বিশ্বাস করেন?"
বের করলো যে এর মধ্যে কারা মারা গেছে।
প্রচন্ড চাপের ভেতর দিয়ে গিয়েছিল,
মানুষদের জন্য সত্য ছিল
চাপ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
মৃত্যুঝুঁকির মধ্যে অবস্থান করছিল
চাপ কম ছিল তাদের চেয়েও।
বের করলেন যে, যেই আট বছর
ভেতর অকালে মৃত্যুবরণ করে,
এই বিশ্বাসের কারণে।
দাঁড়ায় ২০,০০০ এর উপর।
স্বাস্থ্যহানিকর মনে করাটা
কারণগুলোর মধ্যে ১৫তম স্থানে অবস্থান করেছে,
চেয়েও বেশি মানুষ এতে মৃত্যুবরণ করেছে।
ফলফল আমার জন্য ভীতিকর ছিল।
পেছনে প্রচুর শক্তি খরচ করে আসছি যে,
স্বাস্থ্যের কোন উন্নতি সাধন করে কিনা।
হ্যাঁ করে
আপনার ধারণা বদলাবেন,
প্রতিক্রিয়াতেও পরিবর্তন আনতে পারবেন।
সেটা ব্যাখ্যা করার জন্য,
আপনারা অংশগ্রহণ করছেন
মানসিক চাপ দেয়ার জন্য নকশাকৃত।
প্রস্তুতিতে পাঁচ মিনিট কিছু বলার জন্য,
মূল্যায়নকারীদের একটি দক্ষ দল,
উজ্জ্বল আলোকরাশি এবং ক্যামেরা,
ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া জানানোর কাজে।
মনোবল অনেকটা ভেঙ্গে গেছে,
একটি গণিত পরীক্ষা।
আগে থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে।
করে উলটো দিকে গুণতে থাকুন,
দয়া করে আরো তাড়াতাড়ি করুন।
থেকে শুরু করতে যাচ্ছি।
ভালো পারেন না, তাই না?
কিংবা ঘামতে শুরু করতেন।
দুশ্চিন্তা বা উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করি,
খাপ খাওয়াতে না পারার লক্ষণ।
হওয়ার লক্ষণ হিসেবে,
পূরণের জন্য প্রস্তুত করছিল?
কিছু অংশগ্রহণকারীদেরকে,
একটি গবেষণাতে।
মধ্য দিয়ে যাওয়ার আগে
প্রতিক্রিয়াকে উপকারী হিসেবে ভাবতে।
আমাদেরকে কাজের জন্য প্রস্তুত করে,
নেয়াটা কোন সমস্যা না,
প্রতিক্রিয়াকে ভাবতে শিখেছিল
কম উদ্বিগ্ন, বেশী আত্মবিশ্বাসী,
পরিবর্তনের প্রক্রিয়াটি।
তখন এই কারণে সংকুচিত হয়।
ফলে দীর্ঘস্থায়ী দুশ্চিন্তাকে
আসলে স্বাস্থ্যকরও নয়।
প্রতিক্রিয়াকে উপকারী মনে করলো,
স্বাস্থ্যবান হৃদযন্ত্রের নমুনা।
যেই অবস্থায় থাকে সেই রকমই।
অভিজ্ঞতার মধ্য দিয়ে,
চাপের কারণে হার্ট অ্যাটাক
সুস্থভাবে বেঁচে থাকার মধ্যে।
বৈজ্ঞানিক তত্ত্ব ঠিক এটাই বলছে যে,
চিন্তা করেন সেগুলো গুরুত্বপূর্ণ।
আমার উদ্দেশ্য বদলে গেছে।
হিসেবে গড়ে তুলতে চাই।
হৃদপিণ্ড চাপের কারণে স্পন্দিত হবে,
লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করছে।
আরো স্বাস্থ্যবান্ধব হয়ে ওঠে।
বেশি সময় ভয়ঙ্কর চাপের মধ্যে ছিলাম
কম উপলব্ধ দিকগুলোর মধ্যে একটি সম্পর্কে,
হরমোন সম্পর্কে কথা বলা দরকার,
হরমোন হিসেবে যথেষ্ট পরিচিতি পেয়েছে।
আলিঙ্গন হরমোন,
তখন এটি নিঃসৃত হয়।
সম্পর্কে কমই বলা হবে।
সামাজিক বোধকে উন্নত করে।
সম্পর্কগুলোকে শক্তিশালী করে।
পরিবার-পরিজনের সংস্পর্শে আসতে চান।
করে তুলে সহযোগীতা করার জন্য,
আলাদাভাবে গ্রহণ করার ব্যাপারে মত দিয়েছেন,
এবং আরো যত্নশীল হতে পারি।
সম্পর্কে যেটা জানেনা সেটা এখন বলছি।
উপাদানটির যোগান দেয়
প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত,
সৃষ্টিকারী আড্রেনালিনের মতোই।
হিসেবে অক্সিটোসিন নিঃসৃত হয়,
অন্বেষণ করতে তাগিদ দেয়।
কাছে প্রকাশের জন্য তাড়া দেয়,
করতে চায় যে- আপনি খেয়াল করবেন
অন্য কাউকে লড়তে দেখবেন,
আপনার জন্য দাবি করে কিছু মানুষের সাহচর্য,
আপনি কিভাবে স্বাস্থ্যবান হতে পারবেন?
মস্তিষ্কের উপরই কাজ করে না।
প্রধান একটি ভূমিকা হচ্ছে-
রক্তসংবহন্তন্ত্রকে রক্ষা করা।
শিথিল রাখতেও সহায়তা করে।
হৃদযন্ত্রের উপর এর প্রভাব।
হৃদপিন্ডে উদ্দীপক স্নায়ুকোষ আছে,
কোষকে পুনর্গঠনে সাহায্য করে
ক্ষয়-ক্ষতি হতে আরোগ্য করে।
হৃদপিন্ডকে শক্তিশালী করে।
এই সবগুলো শারীরিক সুবিধাবলী
যোগাযোগ এবং সহযোগীতার মাধ্যমে বেড়ে যায়।
এরকম অন্য কারোর শরণাপন্ন হন,
কাউকে সাহায্য করার উদ্দেশ্যে,
পরিমাণ নিঃসরণ করেন,
আরো স্বাস্থ্যসম্মত হয়,
আরো তাড়াতাড়ি মুক্তি পান।
একটি নিজস্ব পদ্ধতি আছে
পারস্পরিক বন্ধন।
গবেষণার কথা বলে শেষ করতে চাই।
গবেষণাটিও একটি জীবন বাঁচাতে সক্ষম।
প্রাপ্তবয়স্ককে পর্যবেক্ষণ করেছে।
৩৪ থেকে ৯৩ এর মধ্যে,
এটা জিজ্ঞেস করে যে,
চাপের মধ্য দিয়ে গিয়েছেন?"
আপনাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং
বছর সাধারণ রেকর্ডসমূহ ঘেটে
কিংবা পারিবারিক সমস্যা,
৩০ ভাগ বাড়িয়ে দিয়েছে।
এতক্ষণে একটি "কিন্তু" আশা করছেন --
বৃদ্ধি একেবারেই দেখা যায় নি।
চাপের ক্ষতিকর প্রভাবগুলো
এবং যেভাবে কাজ করেন
রূপান্তর ঘটাতে পারে।
সহায়ক হিসেবে দেখবেন বলে স্থির করেন,
জৈবিক প্রক্রিয়ার সূচনা ঘটান।
সাথে যোগাযোগ করবেন বলে স্থির করেন,
মানসিক চাপের অভিজ্ঞতার দরকার আছে।
সম্পর্কে সম্পূর্ণ নতুন একটি ধারণা দিয়েছে।
হৃদয়ে প্রবেশের সুযোগ দেয়।
এবং একই সাথে আনন্দ ও অর্থ খুঁজে পায়
দেয়ার জন্য কঠোর পরিশ্রম করে।
এভাবে দেখার চেষ্টা করবেন,
করাতেই ভালো হবেন তা নয়,
সত্যের পক্ষে সাক্ষ্য দিলেন।
মোকাবেলায় আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন।
একাকি সেগুলোর সম্মুখীন হতে হবে না।
অসাধারণ লাগলো।
চাপ সম্পর্কিত একটা বিশ্বাস
বড় পার্থক্য তৈরি করতে পারে।
কোন উপদেশটি দিবেন,
এই দুই ধরণের পেশার মধ্যে
এখানে একই রকম যুক্তিসঙ্গত,
আমি এটিকে সামাল দিতে পারবো?
আমরা নিশ্চিত জানি যে-
সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে-
যেটা আপনার জীবনকে অর্থবহ করে
পরবর্তী সকল চাপ মোকাবেলা করা।
KM: Thank you.
খুবই ভালো বলেছেন।
ABOUT THE SPEAKER
Kelly McGonigal - Health psychologistKelly McGonigal translates academic research into practical strategies for health, happiness and personal success.
Why you should listen
Stanford University psychologist Kelly McGonigal is a leader in the growing field of “science-help.” Through books, articles, courses and workshops, McGonigal works to help us understand and implement the latest scientific findings in psychology, neuroscience and medicine.
Straddling the worlds of research and practice, McGonigal holds positions in both the Stanford Graduate School of Business and the School of Medicine. Her most recent book, The Willpower Instinct, explores the latest research on motivation, temptation and procrastination, as well as what it takes to transform habits, persevere at challenges and make a successful change.
She is now researching a new book about the "upside of stress," which will look at both why stress is good for us, and what makes us good at stress. In her words: "The old understanding of stress as a unhelpful relic of our animal instincts is being replaced by the understanding that stress actually makes us socially smart -- it's what allows us to be fully human."
Kelly McGonigal | Speaker | TED.com